লিভাইস জিন্সের পিছনে সেলাই করা ট্রেডমার্ক ‘দুই ঘোড়ার টানের মাঝে একটি অক্ষত জিন্স’ এই লোগোটি জিন্সপ্রেমী সবার কাছে পরিচিত। কিন্তু তা কতটা বাস্তবসম্মত?
এই প্রশ্ন তুলেছিলেন হাওয়াইয়ের এক স্টোর ম্যানেজার জন মুডি। তিনি দুইটি খচ্চরের মাঝে একটি লিভাইস জিন্স বেঁধে একটি পরীক্ষা চালনা করেন। এতে খচ্চর দুটিকে অনেক বেগ পেতে হয় এবং জিন্সটিও অনেকক্ষণ টিকে থাকে, কিন্তু শেষের দিকে জিন্সটির কোমরের কাছ থেকে বড় চিড় ধরে যায়। জন মুডি তার পরীক্ষার ফলাফল জানিয়ে জিন্সের রিফান্ড চেয়ে লিভাইস কোম্পানির কাছে চিঠি পাঠান ১৯৪২ সালে। লিভাইস তাকে জানায় যে, আমাদের লিভাইসের দৃঢ়তায় আপনার বিশ্বাস ও আস্থার জন্য এবং এই পরিক্ষায় ব্যয়কৃত শ্রমের স্বীকৃতিস্বরূপ রিফান্ডটি আপনার প্রাপ্য। আমরা আপনার রিফান্ড পাঠিয়ে দিচ্ছি।
জন রিফান্ড রিফান্ড পাওয়া চেকটি ফেরত পাঠিয়ে পুনরায় লেখেন, “পরীক্ষাটি ত্রুটিপূর্ণ ছিল। খচ্চর আসলেই ঘোড়ার থেকে বেশি শক্তিশালী। কিন্তু তারপরও এ পরীক্ষায় প্রায় টিকেই যাচ্ছিলো জিন্সটি। জিন্স-খচ্চর যুদ্ধের পর আমার খচ্চরগুলোও ক্লান্তিতে মাটিতে পড়ে যায়। আমার মন বলছে আপনাদের এই লোগো বাস্তবেই যথার্থ!”