জিন্সের পকেটে এই তিনটি বোতাম কেন থাকে?

১৮০০ সালের দিকে ক্যালিফোর্নিয়ায় গোল্ড মাইনে কর্মরত শ্রমিকদের জন্য টেকসই পোশাক হিসেবে তৈরি হয়েছিল জিন্স প্যান্ট।

শ্রমিকদের কারখানা বা অন্যত্র কাজ করার সময়ে এই প্যান্ট হামেশাই ছিঁড়ে যেত। আর বেশিরভাগ ক্ষেত্রেই ছিঁড়ত পকেট বা পকেটের কাছে। অথচ এই পকেট ছিল শ্রমিকদের কাছে মহামূল্যবান বস্তু। ১৮৭৩ লেভি স্ট্রস অ্যান্ড কোম্পানির এক সাধারণ ক্রেতা, পেশায় দর্জি জেকব ডেভিস সেলাইয়ের উপরে পকেটের কোণ ঘেঁষে তিনটি তামার বোতাম সেঁটে দেন তিনি। স্রেফ তিনটি ছোট্ট বোতাম বড় সমস্যার চিরকালীন সমাধান এনে দেন যা আজ আমরা রিভেট নামে চিনি। এর পেটেন্ট চেয়েছিলেন জেকব। কিন্তু পর্যাপ্ত অর্থ না-থাকায় তিনি পেটেন্ট পাননি।

Leave a Comment

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Scroll to Top