জিন্স বিদ্রোহ

১৯৫০ দশকের কথা।
ভিয়েতনাম বিদ্রোহের পর জিন্সকে যুববিদ্রোহী ও যুবঅপরাধীর প্রতীক হিসেবে দেখতে শুরু করে বয়োজোষ্ঠ সমাজ। এতে তৎকালীন সমাজে জিন্স পরার বিরুদ্ধে অনেক প্রতিষ্ঠান ও এলাকা নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু সেকালের জিন্সপ্রেমী যুবজাতি তা মেনে নিতে চায়নি। জিন্সের কমফর্ট আর স্টাইল কি ভুলে থাকা যায়? তাই এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে তারা। জিন্সের পক্ষে এই লড়াই ইতিহাসে ‘জিন্স বিদ্রোহ’ বা ‘Denim War’ নামে লিপিবদ্ধ হয়ে আছে।

Leave a Comment

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Scroll to Top