DEEN

Get a gift on orders over ৳ 2,000
0
0
Subtotal: 0
No products in the cart.
0
0
Subtotal: 0
No products in the cart.
দেশের প্রথম ডেনিম ব্র্যান্ড

দ্বীন কমার্সের মেগাক্যাম্পেইনে সুজুকি মোটরসাইকেল জিতলেন ভৈরবের রায়হান

দেশের প্রথম ডেনিম ব্র্যান্ড deen এর ‘জিন্স কিনুন, বাইক জিতুন’ ক্যাম্পেইনের বিজয়ী হয়েছেন ভৈরবের রায়হান মাসুদ।

আজ রবিবার (৬ই আগস্ট) আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীর কাছে সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেল হস্তান্তর করেছে দ্বীন কমার্স।

গত ২৫শে জুন সন্ধ্যায় দ্বীন কমার্সের হেড কোয়ার্টারে র‍্যাফেল ড্র’র মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়। র‍্যাফেল ড্র’টি দ্বীনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হয়েছিল।

গত ১লা জুন শুরু হয়ে ২০শে জুন পর্যন্ত চালু ছিল দ্বীনের মেগা ক্যাম্পেইনটি।

মোটরসাইকেল বিজয়ী রায়হান মাসুদ তার উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে বলেন, “আমার জীবনের বড় একটি স্বপ্ন পূরণ করার জন্য দ্বীনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জিন্স কিনেও যে বাইক জেতা সম্ভব সেটা আজ প্রমাণিত হল। এই মুহূর্তে আমার আনন্দ প্রকাশ করার মত সঠিক শব্দ খুঁজে পাচ্ছি না। আমার পরিবারের সবাই অনেক খুশি।“

দ্বীন কমার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার পারভেজ বলেন, “বাংলাদেশে পরিপূর্ন ডেনিম ফোকাসড ব্র্যান্ড নেই যা আমরা প্রথম শুরু করেছি। দেশের মানুষের কাছে ন্যায্যমূল্যে ডেনিম প্রোডাক্ট পৌঁছানোর লক্ষ্যে দ্বীনের কার্যক্রম চলমান। আমরা ই-কমার্সের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে দ্বীনের প্রোডাক্ট পৌছে দিচ্ছি বাংলাদেশের আনাচে-কানাচে, যা স্মার্ট বাংলাদেশ গড়ার পথে একটি বড় পদক্ষেপ। বাইক ক্যাম্পেইনের মাধ্যমে আজ আমরা একজন ভাইয়ের স্বপ্ন পূরণ করতে পেরেছি। এভাবে আরও অনেক ভাইয়ের স্বপ্নও পূরণ করতে চাই।“

অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্বীন কমার্সের চিফ প্রোডাক্ট অফিসার আলি আশরাফ, চিফ অপারেটিং অফিসার মিনহাজুল আবেদিনসহ সুজুকি বাংলাদেশ মিরপুর ব্রাঞ্চের ম্যানেজার মোহাম্মাদ পলাশ। এর আগে দ্বীনের মেগা ক্যাম্পেইনে ৫জন বিজয়ীর মধ্যে ৫টি স্যামসাং গ্যালাক্সি এফ২৩ হ্যান্ডসেট হস্তান্তর করা হয়েছে।

Leave a Comment

Shopping Cart
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Scroll to Top