২০১৭ সালে কানাডার আলবের্তা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় জানা যায়, সপ্তাহে তো নয়ই, মাসেও একবার জিন্স ধোয়া উচিত নয়। এতে ডেনিম প্যান্টের আয়ু কমতে থাকে।
গবেষকদের তথ্যমতে, টানা ১৫ মাস ব্যবহারের পরেও অন্য জামা-কাপড়ের তুলনায় জিন্সে ব্যাকটেরিয়া বা জীবাণুর প্রবেশ ঘটে কম পরিসরে। শুকনো আবহাওয়ায় একটি প্যান্ট যদি ১৫ মাস পরলে, আর্দ্র আবহাওয়ায় সেটি ৮-৯ মাস পরলেও কোনো সমস্যা হবে না। তবে প্যান্টটি একেবারেই নোংরা হয়ে গেলে সেক্ষেত্রে ধুতে পারেন। তাও অন্তত ১০ বার পরার পর ডেনিমের প্যান্ট ধোয়া উচিত।
জিন্সের প্যান্টটি ব্যবহারের পর এক জায়গায় দলা পাকিয়ে না রেখে বরং রোদে বা বারান্দায় মেলে রাখা উচিত, যাতে জিন্সের মধ্যে হাওয়া-বাতাস ঢুকতে পারে। আর যখন পরিষ্কার করবেন, তখন অবশ্যই ঠান্ডা পানি ব্যবহার করবেন। গরম পানি দিয়ে পরিষ্কার করলে প্যান্টের রং হালকা হয়ে যাবে।
এই কয়েকটি নিয়ম মানলে জিন্স অক্ষত থাকবে দীর্ঘদিন।