“চন্দ্রভ্রমণে জিন্স পরা যায় নাকি?”
কিন্তু পরেছিলেন অ্যাপোলো-১৪ মিশনের মহাকাশচারী অ্যালন শেপার্ড! যার হাত ধরে ডেনিম করেছে মহাকাশজয়।
১৯৭১ সালে অ্যাপোলো-১৪ মিশনে সবার লক্ষ্য যখন চন্দ্রজয়, শেপার্ড ভাবলেন অন্যকিছু। তিনি তার নিজের জিনিসের সাথে একটি ডেনিম জিন্স লুকিয়ে নিয়ে যান। তিনি মূলত পরিক্ষা করতে চেয়েছিলেন ডেনিম আসলে চন্দ্রীয় আবহাওয়া ও মহাজাগতিক তীব্র পরিবেশে টিকতে পারে কিনা। বলা বাহুল্য, ডেনিম জিন্স চন্দ্রকে জয় করেই ফিরে এসেছে। বর্তমানে জিন্সটি লিভাই’স কোম্পানির আদলে একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবে রাখা রয়েছে।
তাই পরবর্তীবার আপনার ডেনিম জিন্সটি পরার সময় মনে রাখবেন- পৃথিবীর বাধা ভেঙ্গে এ বিশ্বব্রহ্মাণ্ড ছুঁয়ে আসা পোশাকটি এখন আপনার পরিধানে!