দেশের প্রথম ডেনিম ব্র্যান্ড DEEN এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন ক্রিকেটার এনামুল হক বিজয়। এখন থেকে ব্র্যান্ডটির বিভিন্ন বিপণন ও প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেবেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট টিমের টপ অর্ডার ব্যাটসম্যান এনামুল হক বিজয়কে শুভেচ্ছাদূত করে চুক্তি স্বাক্ষর করেছে জনপ্রিয় ডেনিম ব্র্যান্ড DEEN. সম্প্রতি ব্র্যান্ডটির হেডকোয়ার্টারে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন DEEN কমার্সের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও শাহরিয়ার পারভেজসহ প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তাগণ।
আধুনিক ডেনিম ফ্যাশন, প্রযুক্তি, ডিজাইন ও উদ্ভাবনের মধ্য দিয়ে ফ্যাশান এবং লাইফস্টাইল জগতে নতুন মাত্রা যোগ করেছে DEEN. ফ্যাশান সচেতন তরুণদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা পেয়েছে ব্র্যান্ডটি। ব্র্যান্ডটির জিন্সসহ সবগুলো প্রোডাক্ট দেখা যাবে তাদের অফিসিয়াল ওয়েবসাইট deencommerce.com এ ভিজিট করে।
কৈশোর থেকেই ডেনিম ফ্যাশানের ভক্ত এনামুল হক বিজয়। সেই সূত্র ধরেই এই ডেনিম ব্র্যান্ডটির সাথে পথ চলা এনামুলের। ব্র্যান্ডটির সহ-প্রতিষ্ঠাতা ও সিইও শাহরিয়ার পারভেজ বলেন, ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এনামুল হক বিজয়কে পেয়ে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত।
আমাদের বিশ্বাস, তরুণদের মধ্যে ডেনিম ফ্যাশানকে তুলে ধরতে এনামুল হক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।’
এখন থেকে ব্র্যান্ডটির বিভিন্ন বিপণন ও প্রচারণামূলক কার্যক্রমে অংশ নিবেন তিনি।